আমাদের কথা খুঁজে নিন

   

ইশতেহারে ছিল না তত্ত্বাবধায়ক বাতিলের কথা

তত্ত্বাবধায়ক বাতিলের কথা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ বুধবার দুপরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত 'সংবিধান ও উচ্চ আদালতের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এবং বাস্তবতা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক চায়। আদালতের রায় প্রকাশ হওয়ার পূর্বেই সরকার জনগনের ম্যান্ডেট ছাড়াই সংবিধান থেকে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। ১৮ দলীয় জোটকে বাইরে রেখে সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায় কিন্তু তাদের এ স্বপ্ন পূরণ হতে দেয়া হবে না। জনগণ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

মাইনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.