জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ। পদত্যাগের দাবিতে চলমান ধর্মঘটের মধ্যেই উপাচার্যের কার্যালয়ে প্রবেশের অভিযোগে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে শিক্ষকরা।
আজ বুধবার বেলা ১১টায় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন প্রশাসনিক ভবনে আসেন। এসময় আন্দোলনকারী শিক্ষকরা প্রশাসনিক ভবনের প্রবেশপথে দাঁড়িয়ে ছিলেন। এসময় উপাচার্য, উপ-উপাচার্যদের নিয়ে শিক্ষকদের পাশ দিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন।
বেলা ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্য়ের কক্ষে ঢোকার দু’টি প্রবেশ পথই অবরুদ্ধ করে রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।