আমাদের কথা খুঁজে নিন

   

আবুল হোসেন ও আমি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

শাফিক আফতাব........................ অবাঞ্চিত কামনাগুলো ছুড়েঁ মারি মানবতার প্রলেপে পাশবিকতাকে মুছে ফেলি আগাছা বাছি__ ক্ষেতের__ কীটনাশক ওষুধ ছিটাই লিখে যাই প্রেম আর ভালোবাসার পদাবলি। মানুষ ভেবে যাকে দেই নিমন্ত্রণ এক পেটে খেয়ে হেগে যায় কুকুর ছানার মতোন প্রতারণা আর পশুত্বে পাকা পেলেয়ার সেই কিন্তু্ এখন দেশের রতন।

ভালো ছেলে আবুল হোসেন__ তুখোর ছাত্র বিসিএসে শীর্ষস্থান তার, সে এখন দিনকে যাদুমন্ত্রে করে রাত্র আহা তার কেমন দাপট ক্ষমতার। ছাত্র তুখোর নই__ সুশ্রী নই পাত্র পচা বাশী গন্ধে মাছিরা ভন ভন করে দিবারাত্র। ২১.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.