বুধবার তার বিরুদ্ধে চলা একটি দুর্নীতি মামলার শুনানি শেষে এই আদেশ দেয়া হয় বলে বিবিসি জানিয়েছে।
তবে ওই আদেশের বিরুদ্ধে প্রসিকিউশন আপিল করবে কি না অথবা এদিনই মুবারক মুক্তি পাবেন কি না, তা স্পষ্ট নয়।
৮৫ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রনায়কের বিরুদ্ধে আরো একটি মামলায় পুনর্বিচার চলছে।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারের শুরু হওয়া গণবিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
মুবারক বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণে আইনশৃঙ্খলা বাহিনীকে বিরত রাখতে পারেননি বলে মামলায় অভিযোগ করা হয়।
ওই মামলায় মুবারকসহ তার কয়েকজন মন্ত্রীর যাবজ্জীবন সাজা হওয়ার পর রায়ের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবী।
এর আগে সোমবার মুবারককে আইনজীবী ফরিদ আল দিব সাংবাদিকদের জানিয়েছিলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুবারক জেল থেকে মুক্তি পাবেন।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।