সফটওয়্যারের সকল আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাবেন আমার সাইটে। www.hasanjubair.com
অনেক দিন পর সামুতে পোস্ট দিতেছি।
আগের মত ব্লগ লিখা লিখি এখন আর করা হয় না। এখন গ্রাফিক্স নিয়ে বেশি সময় দিচ্ছি।
গ্রাফিক্সের কাজের জন্যেই DSLR কেনার প্ল্যান করতেছি।
সাথে সাথে ভিডিওর কাজও করবো। ক্যামেরা রাজ্যে দুই নেতা নিকন এবং ক্যাননের মধ্যে কনফিউশনে পড়ে গিয়েছি।
আমি একেবারেই নবীন ফটোগ্রাফীতে। মানে আগে ক্যামেরা ব্যবহার করিনি। তো বাজেট ৪৫০০০ এর মত।
এই দামে Nikon d5100 এবং canon 600d মডেল রয়েছে।
অনেকে বলছে ক্যানন কিনতে কারণ ভবিষ্যতে লেন্স ব্যবহার করা যাবে সহজেই।
নিকনও অনেকে বলছে ভাল। আরেকটা রিভিউতেও দেখলাম নিকন ভাল বলছে। ডিএসএলআর কেনার কথা ভাবছেন? একটি পরিপূর্ণ ক্যামেরা বাইং গাইড
এখন ব্লগের অভিজ্ঞ ব্লগারদের কাছে উত্তম পরামর্শ আশা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।