আমাদের কথা খুঁজে নিন

   

তৃষিত সাগর

সাধারন মানুষ

তৃষিত সাগর ঢেউয়ের কন্ঠ পিপাসার ফেনা দু কূলে ছেপে িএবেণীর দিকে কেবলই ধায় এঁকেবেঁকে বন পাহাড় ছুঁয়ে শহর গ্রাম দিয়ে যায় ধুরে মিঠা পানির আশে নয়ননন্দিত চাঁদের রোশনী চলে কেবলই পাশে তৃষিত সাগরের জোছনার তান রও করবীর মিস্টি ঘ্রাণ চন্বল করে উদাস প্রাণ গভীর রাতের সাগরের তান দুর থেকে কাছে ভেসে ভেসে আসে হাতে হাত রেখে সাগর কুলে নগ্ন পায়ে ওরা নিঃশব্দে চলে তৃষিত ওই সাগর কুলে দুটি প্রাণ ওঠে দুলে সাগর আর ওরা হাঁটে একই তালে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।