ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
এই কবি কবিতা লেখে, তোমাকে ভেবে
তবে তার ভালবাসা, তুমি কি নেবে..?
তারে কি ভালবেসে, শুধু তার হবে..?
নাকি তারে ঘৃণা করে, দূরেই রবে..?
দূরে দূরে থেকে বল, কি আর পাবে..?
তাকে রেখে তুমি বুঝি, স্বর্গে যাবে..?
তার জন্যে তোমার কি, লাগে না মায়া..?
তবে যে তোমার মুখে, বিষন্ন ছায়া..?
অভিমানী ওগো মেয়ে, কি চাও তুমি..?
যা চাও তা বুঝি, দিবনা আমি..?
শূণ্য আমায় শূণ্য করে, হারালে কোথায়..?
শূণ্যতায় পুড়ছি আমায়, হারানোর ব্যথায়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।