কাক শেয়ালের উদ্যান
আমি কবি নই
কবিতা লেখার ইচ্ছেও নেই কোনকালে
শুধু কয়েকটি এলোমেলো পঙতিমালা
রচনার অপপ্রয়াশ।
যে পঙতি মালা দিয়ে
ধূয়ে মুছে যাবে
নীল বেদনার ইতিহাস।
যে পঙতিমালা দিয়ে ঘুচে যাবে
পৃথিবীব্যাপী ক্ষুধা দারিদ্র খরা মহামারী।
আফ্রিকান মানব সন্তানদের কালশিটে হাড়গুলো
সতেজ হয়ে উঠবে
সাহারা মরুভূমি সবুজ বনানীতে প্লাবিত হবে।
যে পঙতিমালা দিয়ে ফিলিস্তিনের
সেই নারকীয় বর্বরতা রদ হবে,
পারস্য সভ্যতা ফিরে পাবে পূরনো ঐতিহ্য।
যে পঙতিমালা দিয়ে পৃথিবীব্যাপী
সাম্প্রদায়িকতা ধূয়ে মুছে
প্রশান্ত মহাসাগরে পতিত হবে।
যে পঙতিমালা দিয়ে
ধর্ষণ, খুন, রাহাজানি সহ
যাবতীয় পৈশাচিকতা অরাজকতা
ধূলিস্বাৎ হয়ে যাবে এক নিমিষেই।
যে পঙতিমালা দিয়ে
যাবতীয় অসভ্যতা
পুঁজিবাদ আর বিশ্ব বেহায়াদের দালালীপনার
খাবল থেকে উদ্ধার পাবে পৃথিবী।
পরিশেষে আবারও বলছি
আমি নইতো কবি
শুধু কিছু পঙতিমালা রচনা
যে পঙতিমালা দিয়ে
সৌরজগতের এই সবুজ গ্রহটি
স্বর্গরাজ্যে পরিণত হবে
আগামীর শিশুরা হবে
সেই রাজ্যের সত্য ও ন্যায়ের কান্ডারী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।