। । ১। ।
তৃষিত ভাবনারা জলপান করে বৃষ্টিতে -
তাই, আমিও একটা সিগারেট ধরালাম।
আটকে পড়া বাতাসের গায়ে হেলান দিতেই-
বারান্দার ফুলগাছ গুলো চোখ ফিরিয়ে নিল।
অনতি দুরের অন্ধকার ফুঁরে উকি দেয় কারো মুখ
নিকোটিন মিশ্ছে রক্তে, ফুসফুস পেরিয়ে।
আমার ভাবনারা ওদিকে ভিজেই চলে।
। ।
২। ।
আজো কেমন মিশে আছো রক্তে, ভাবনাতে
নিকোটিন দিয়ে কিছুটা ডাইলুট করার চেষ্টায় সিগারেট খাইনা-
বরং ,
ক্লাস নাইন থেকে খাই বলেই এখনো খাই।
খাই, ছাড়তে পারি না বলে।
যেমন পারিনা তোমাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।