আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিক -প্রেমিকার প্রতি দুটি প্রশ্ন

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

দুটি প্রশ্নঃ প্রেমিকের প্রতি -------- যে মেয়ে সুদীর্ঘ সময়ের ভালোবাসায় নস্যি দিয়ে, সুখের আশায় অথবা ভালোবাসায় নতুন উম্মাদনায় নব্য প্রেমিকের হাত ধরলো, এই নব্য প্রেমিকের ভালোবাসা বাসী হলে সে যে আবার অন্য প্রেমিকের বুকে মাথা রাখবেনা? এ ব্যাপারটা চিন্তা করেছেন কি?এতে ডাকু প্রেমিকের চিন্তা কি? প্রেমিকার প্রতি---------- ভালোবাসার সবটুকু খেয়ে যে পুরানো প্রেমিক সুখময়, সুরভিত সব ভালোবাসা বাজারজাত করলো, এবার নতুন প্রেমিকও যখন মনে করবে, ভালোবাসার গোপন বাগান নিঃশেষিত হয়েছে, এবার নতুন ফুলের মধুর সন্ধানে বের হই ,এবং সে যে এই কাজের পুনরাবৃত্তি করবেনা, মক্ষিকা প্রেমিকা তা যাচাই করেছেন কী? আর যদি প্রেমা আর প্রেমী এসবকেই ভরা যৌবনের উচ্ছ্বলতায় হারিয়ে যাওয়া মনে করে আত্মতৃপ্তি লাভ করে, তাহলে চোখে পট্টি আর মুখে পেরেক ঠুকিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.