মনের গভীরে সীমাহীন শুন্যতা
টাঙ্গাইল, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি বছরের অক্টোবরের মধ্যে বন্ধ থাকা ১১টি পাটকল চালু করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
এছাড়া কাঁচা পাটের মণ্ড তৈরি করে সেগুলো বিদেশে রপ্তানির নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
রোববার দুপুরে দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি স�প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "চারদলীয় জোট সরকার কৃষক ও ফড়িয়াদের দেওয়া পাটের ১৩৮ কোটি টাকা বাকি রেখে গিয়েছিল। সেগুলো পরিশোধ করা হয়েছে।
"
এছাড়া ওই সময় প্রতি বছর ৪৫০ থেকে ৫৭০ কোটি টাকা লোকসান হলেও এখন তা কমে ৭ কোটিতে এসেছে বলে মন্ত্রী জানান।
রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি একটি ফলপ্রসু প্রযুক্তি। এর মাধ্যমে পাটের আঁশের মান ভালো হয়। দামও বেশি পাওয়া যায়।
জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন ও কৃষি স�প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাঈদ আলী।
এতে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক, এগ্রিকালচার এক্সটেনশন কম্পোনেন্ট-এর প্রকল্প পরিচালক মকবুল হোসেন তালুকদার প্রমুখ।
পরে মন্ত্রী চারজন কৃষকের মধ্যে ভর্তুকির পাওয়ার টিলার বিতরণ করেন।
কৃষক সমাবেশের আগে মন্ত্রী দেলদুয়ারের সুবর্ণতলী গ্রামে রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানো ও পচানো পরিদর্শন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।