প্রদীপ হালদার,জাতিস্মর। আমার প্রশ্ন মানুষের কি সত্যই মৃত্যু হয় ?
আমি এক কঠিন প্রশ্নের মুখোমুখি । সত্যই কি মানুষের মৃত্যু হয় ? কোষের সমন্বয়ে আমি । খাবার কি আমি খাই নাকি কোষ খাবার খায় ? আসলে আমি বুঝেছি আমি আমার জন্য খাবার খাই না , আমি খাবার খাই কোষের জন্য । রোগ জীবাণু আমি ধ্বংস করি না , ধ্বংস করে আমার কোষ অর্থাৎ রক্তের শ্বেত রক্তকণিকা ।
খাবারের যে এত স্বাদ সেটা বোঝে আমার জিব। বিভিন্ন গন্ধ সেটাও বোঝে আমার নাক । নাক , জিব যেমন তথ্য দেয় আমি তাই নিয়ে থাকি । চোখ যা দেখে আমিও তাই দেখি । কান যা শোনে আমিও তাই শুনি ।
তথ্য নিয়ে আমি । এই আমি -র মৃত্যু নেই। আছে শক্তি , আছে বল প্রয়োগ করার ক্ষমতা ।
মানুষের যখন মৃত্যু ঘটে , তখন কোষের মৃত্যু ঘটে । জিবের মৃত্যু হয় , চোখের মৃত্যু হয় , কানের মৃত্যু হয় ।
শক্তির মৃত্যু হয় না , বল প্রয়োগের মৃত্যু হয় না , মৃত্যু হয় না আমি -র ।
জীবিত অবস্থায় মানুষ যেমন চিন্তাভাবনা করে , মৃত্যুর পরেও ভূতের আকারে সেই একই চিন্তাভাবনা করে । জীবিত অবস্থায় সে কোষের মধ্যে ছিল । মৃত্যুর পর সে কোষ ছাড়াই কাজ করতে পারছে । ভূত তো আর কোষ নিয়ে নয় , তাই তার খাবারের দরকার নেই ।
জীবিত অবস্থায় কোষ কথা বলে না , বরং কথা বলতে জিব সাহায্য করে । মৃত্যুর পর জিব থাকে না তবু সে কথা বলে । মৃত্যুর পর তার কান থাকে না তবু সে কথা শোনে । মৃত্যুর পর তার চোখ থাকে না তবু সে দেখতে পারে ।
মৃত্যু কোষের হয় ।
আমি -র মৃত্যু নেই । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।