আমাদের কথা খুঁজে নিন

   

সত্যই কি ইহা লিমেরিক ?

"দ্যাশের অর্ধেক টাকাই খায় মিলিটারী, ক্যামুন বাইজান কথাডা ঠিক কি না?

আমার আজকাল জনগুরুত্বপুর্ন সব বিষয় নিয়ে কথাবার্তা হয় বাসায় ফেরার সময় রিক্সাওয়ালার সাথে । তেজগাও- গুলশান লিংক রোডে উঠেই এই রিক্সাওয়ালা দেশের অর্থনৈতিক দুরাবস্থার লুক্কায়িত কারনখানা উন্মোচন করলো ।

আমি বললাম , মনে হয় তো ঠিকই ।

অত্যুসাহে এমন বেগে ঘুরে তাকালো আমার দিকে, ভয় পেলাম লুঙ্গি উড়ে গিয়ে না আবার বেচারার নিজের লুক্কায়িত দুরাবস্থার উন্মোচন হয় ।

"এই দেহেন আমারে , সারাদিন খাইট্টাও ৫০০ টাহা কামাই হয় কি হয় না।

মিলিটারীরা কি কাম করে ? হেতেরা টাকা পায় বিয়াম কইরা । ঠিক কি না? বিয়াম করার জন্যে হেতেরা লাখ লাখ টাকা পায় । "

মিলিটারীরা ব্যায়াম ও নানা ধরনের শারীরীক কসরতের জন্যে লহ্ম লহ্ম টাকা পেয়ে যাচ্ছে ভেবে চিন্তিত হলাম ।

রিক্সাওয়ালা তখনও থামেনি,
"আমি ফজলু রিক্সা চালাই , আমাগো গেরামের আরেক ফজলু আর্মিতে । হেতের যোগ্যতাখান কি? হেতে লাম্বা ।

লাম্বায় উচা দেইখ্যা হেই ফজলু আর্মিতে আর আমি ফজলু রিকসা চালাই । "

কথা নাই বার্তা নাই এই ফজলু মিয়া হঠাৎ ডানে চেপে রিক্সা ঢুকিয়ে দিলো হাতির ঝিল প্রজেক্টে
। ঘাবড়ে গিয়ে বললাম , হাতির ঝিলে রিক্সা ঢোকানো মানা না?
- কিছু ওইবো না, ৯টার পরে পুলিশ টুলিশ কেউ থাহে না ।
মোড় ঘুড়তেই আর্মি ক্যাম্প , পরের দৃশ্য রিক্সা সহ ফজলু মিয়া আর্মিদের কবজায় ।

এক জোয়ান রেগেমেগে আমাকে বললো, আপনি শিহ্মিত লোক হয়ে রিক্সাওয়ালাকে এই রোডে ঢুকতে দিলেন কেনো? জানেন না এখানে রিক্সা ঢোকা মানা ?

আমি নির্বিকার ভাবে বললাম , আমি তো ঢাকায় নতুন এসেছি , এইটাই বুঝি হাতির ঝিল ? বাহ সুন্দর তো !

হেটে হেটে ভেতরের লিঙ্ক রোডে ফেরার সময় দেখলাম উল্টানো রিক্সার পাশে ফজলু কান ধরে দাড়িয়ে আছে, পাশেই ফ্লাশ লাইট জ্বালিয়ে আর্মিরা ব্যাডমিন্টন খেলছে ।

আহা, বেচারা আরেকটু লম্বা হলেই সেও হয়তো ওই ব্যাডমিন্টন কোর্টে থাকতো । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.