মুক্তচিন্তার পথিক
সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে একটি আফগান মেয়ের মুখের ছবি ছাপা হয়। কোন সাধারণ ছবি নয়, অত্যন্ত ভয়ঙ্কর একটি ছবি। মেয়েটির নাক-কান কেটে নিয়েছে তালেবান।
মেয়েটির নাম বিবি আয়েশা। বয়স ১৮।
বিবি আয়েশার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী তার ওপর নিয়মিত শারীরিক নির্যাতন চালাত। এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে বিবি আয়েশা পালিয়ে চলে গিয়েছিল স্বামীর বাড়ি থেকে। তালেবানরা বিবি আয়েশাকে ধরে শাস্তি দেয়। শাস্তি হলো নাক এবং কান কেটে দেওয়া। গত বছর আফগানিস্তানের দক্ষিণে অবস্থিত উরুজগান প্রদেশে এ ঘটনা ঘটে।
বিবি আয়েশা এ মুহূর্তে আমেরিকায় রয়েছেন। তার মুখে সার্জারি করা হবে। চেষ্টা করা হবে নাক প্রতিস্থাপনের। গ্রসম্যান বার্ন সেন্টারে চিকিৎসাধীন বিবি আয়েশা। তবে কবে অপারেশন হবে তা এখনও জানা যায়নি।
আফগান এই মেয়েটি সমপ্রতি নাড়া দিয়েছে বিশ্বকে। বিতর্ক উঠেছে, আফগানিস্তানে মার্কিন হামলার কারণেই এমনটি ঘটছে। অনেকে বলছে, তালেবান ক্ষমতায় গেলে এ ধরনের আরও অনেক ঘটনা ঘটবে। তাই মার্কিন সেনাদের আরও বেশ কিছুদিন আফগানিস্তানে থাকা উচিত, যাতে তালেবান যেন কখনোই ক্ষমতায় না যেতে পারে, সে ব্যবস্থা করতে পারে সেনারা। ডয়েচে ভেলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।