আমাদের কথা খুঁজে নিন

   

আদালতের রায়কে সাধুবাদ জানাই

বলার মত কিছু থাকতে হবে তো!

আদালতের রায় অনুযায়ী কাউকে বোরকা পড়তে বাধ্য করা যাবে না। সৈয়দ ওয়ালীউল্লাহ এর মতে এদেশে শস্যের চেয়ে আগাছা বেশী, ধর্মের চেয়ে টুপি বেশী। যে সাংবাদিক ভাই-এর্ কল্যানে এত বড় একটা অগ্রগতি হলো তাকেও ধন্যবাদ। সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যে যায় না তা আবারও প্রমানিত হলো। ইসলামের আবির্ভাবকালে সামাজিক প্রেক্ষাপট আর এখনকার সামাজিক প্রেক্ষাপটতো এক নয়। মানবগোষ্ঠির অর্ধেক অংশকে দাবিয়ে রেখে আপনি এগিয়ে যাবেন তা আসলে হবার নয়। যে ধর্মে বলা হয় যে, পুরুষ বেহেশতে গেলে ৭০টা হুরপরী আর ১৪বছরের সেবাদাস পাবে সেই ধর্মে অবশ্যই নারীকে সন্মান করা হয়নি। কেউকি আমাকে বলবেন - নারী বেহেশতে গেলে কি পাবেন? - বেহেশতের মত জায়গায় এই হুরপরী এবং সেবাদাস সম্ভোগের মত নোংরা ইন্দ্রিয় সুখের দরকার কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.