-
নিশুতি রাত
-
সমস্ত পৃথিবী ঘুমিয়ে আছে
-
পাখিরা সন্ধ্যা হওয়ার সাথে সাথেই
-
গভীর রাতে বোধ করি আর কোন মানুষ পর্যন্ত জেগে নেই
-
এখনই শ্রেষ্ঠ সময়
-
আপনি শয্যা থেকে আপনার পিঠ পৃথক করে দিন
-
সমস্ত পার্থিবতা থেকে মুক্ত হয়ে আপনার মহান প্রভুর দরবারে হাজিরা দিন
-
কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু
-
যার কাছে আপনার আকুতি মিনতি তিনি কিন্তু জেগে আছেন
-
আপনার ডাকে সাড়া দেবার জন্য তিনি আরো নিকটে চলে আসবেন
-
সমস্ত জানা অজানা পাপসমূহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান
-
তার কাছে ক্ষমা চাওয়া জন্য এর চাইতে আর কোনো শ্রেষ্ঠ সময় হতে পারে না
-
নামায, ইস্তেগফার আর ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সপে দিন
-
বিশ্বাস করুন এইসময় আপনার মন হয়ে উঠবে নরম, দুচোখ বেয়ে অশ্রু গড়াতে দিন
-
আল্লাহর কাছে দুই ধরনের পানির ফোটা সবচাইতে প্রিয়
-
রণাংগনে রক্তের ফোটা আর গভীর রাতে চোখের পানির ফোটা
-
দুই ধরণের চোখ আল্লাহর কাছে প্রিয়
-
যে চোখ পাহারাদারীতে জেগেছিল
-
যে চোখ গভীর রাতে আল্লাহর দরবারে ধর্ণা দিয়েছিল
-
আসুন তার দরবারে নত হই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।