!i!i!i
আমি কখনো অমিতাভ এর sholey মুভিটা দেখিনাই বলে আমাকে একবার একজন বলেছিল আমার জীবনটাই নাকি অর্থহীন । আমার এই অপবাদ ঘুচানোর জন্যই মুভিটা দেখলাম। মুভিটা ভালই লাগলো। ধর্মেন্দ্র কে তো খুব স্মার্ট লাগলো। যাই হোক শেষ পর্যন্ত আমি আমার জীবনকে তো অর্থময় করলাম ।
আসলে নতুন ব্লগার তো তাই মডারেশন টীম তো প্রথম পাতায় কিছু লিখতেও দেয় না আর কোন জায়গায় কমেন্টও মারতে দেয় না তাই আর কি করব নিজের ব্লগেই আজাইরা ফাও পেচাল মারি ...................
অধীর আগ্রহে বসে আছি কবে আমি প্রথম পাতায় কিছু লিখব আর মডারেশন স্ট্যাটাস এ আমি সেইফ হমু
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।