আলম সিদ্দিকী
আমাদের প্রতিশ্রুতি আমরা নিজেরা
বিশ্বাস করিনি বলে উঠোনে শুয়ে থাকা
নীল আকাশকে ভাবি অথৈ যমুনা
সাঁতার শিখিনি বলে উড়তে পারিনি
রূপালী মেঘের সাথে, বস্তুত দুটোর
যেকোন একটা মেনে নিলে করপুটে
নির্বিঘ্নে জমত না পরাজিত বাসনা।
কতশত দূর পথে আমরা যেতে পারি
সে হিসাব না করেই খুব কাছে চলে আসি
কান্তিহীন কাছে আসার প্রভুত জোয়ারে ভাসে
অপরিচিত হিসাবমালা, হিসাব শিখিনি বলে
ভুল হরিহর জুড়ে ভাসিয়ে দিলাম ভেলা।
অত:পর মুখোমুখি হলে আমরা নির্বাক
কাছাকাছি হলে যেন দূরের মানুষ।
রচনা: ০৮ ফেব্রুয়ারি ' ২০০২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।