আমাদের কথা খুঁজে নিন

   

চলছে না দূরের বাস

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী এই হরতাল ডাকা হয়েছে।
হরতালে মঙ্গলবার সকালে ঢাকা আন্তঃজেলা বাস টার্মিনালগুলো ঘুরে দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি। অন্যান্য জেলা থেকেও একই খবর পাওয়া গেছে।
গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালের বাস কাউন্টারগুলো ফাঁকা দেখা গেছে।
গাবতলী বাস টার্মিনালে ঈগল পরিবহনের কর্মী মো. বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী না থাকার কারণে বাস আপাতত ছাড়া হচ্ছে না।


বিকাল থেকে বাস চলাচল শুরু হতে পারে বলে জানান তিনি।
এই টার্মিনালের বেশির ভাগ কাউন্টারই ছিলো বন্ধ। আর যেগুলো খোলা ছিলো সেগুলোতে কাউন্টারকর্মীদের অলস সময় কাটাতে দেখা যায়।
তবে গাবতলী থেকে সাভার, মানিকগঞ্জ ও আরিচা ঘাটগামী কয়েকটি বাস চলতে দেখা যায়।
মহাখালী ও সায়েদাবাদে গিয়েও টার্মিনালে বাসগুলোকে অলস বসে থাকতে দেখা যায়।


দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও রাজধানীতে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল প্রায় স্বাভাবিক। অটোরিকশাও চলছে অনেক।
ব্যক্তিগত গাড়ি না চলায় সড়কে যানজট নেই। তবে সড়কে রিকশা রয়েছে প্রচুর।
রাজধানীর সড়কে মোড়ে মোড়ে পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে।


সকালে অন্যান্য দিনের মতো নির্দিষ্ট সময়েই ট্রেন চলাচল শুরু করে বলে কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মো. খায়রুল বশীর জানিয়েছেন।
দক্ষিণাঞ্চল ছেড়ে আসা লঞ্চগুলো যথাসময়ে সদরঘাটে ভিড়েছে। সকালে কিছু লঞ্চ গন্তব্যে ছেড়েও গেছে।
দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো বিকালে সময়মতো ছেড়ে যাবে বলেও সদরঘাটে দায়িত্বরত বিআইডাব্লিওটিসি কর্মকর্তারা জানিয়েছেন।
হরতালে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.