আমাদের কথা খুঁজে নিন

   

আমার একটা নির্বিবাদি প্রশ্ন আসিলো। জবাবটা কারো জানা থাক্লে শেয়ার করেন.... আগাম ধইন্যা

লেখতাম কম, পড়তাম তারচে' বেশী। কমেন্টাইতাম তারচে'ও বেশী। ব্লগীয় যাদু টোনা বান ইত্যাদি হৈতে মডারেটর মহোদয়গনের কাছে "নিরাপদ" আশ্রয় কামনা করি।

নেটে কোনো জায়গায় খুঁইজা এখন পর্যন্ত কোনো সন্তোষজনক উত্তর পাই নাইক্কা। তয় কিছুডা জ্ঞান লাভ ( নাকি লস!!!??) হৈসে।

যেই প্রশ্নটা মনে উদীত হৈসে তা হৈল, ধর্মীয় মতানুসারে কত বছর আগে পৃথিবীতে মানব জাতির আগমন ঘটসে? বলার প্রয়োজন বোধ করতাসি যে খালি সেমেটিক ধর্মগুলার মতামত জান্তেই আমি আগ্রহী। প্রাসংগিক আরেকটা প্রশ্ন হৈল, এক আদমের সন্তান হয়াও আমরা একেকজন একেক রকম হৈলাম ক্যামনে? খারান বুঝায়া কৈতাসি, যুদিও খুব সুজা কুইচ্চেন। মাইনে হৈলোগা, এক আদমের উত্তরসূরী হয়াও আফ্রিকানরা কালো, মোটা এবং থ্যাবড়া নাক মুখের অধিকারী, আবার আমরা আমগো মতন, চাইনীজরা কেরম হেইডাতো আম্নেগো জানাই আসে, ইউরুপীয়ানরাও যে কেমুন হেইডাও নিশ্চই কাউরে কয়া দিওন লাগবোনা। এইযে এত ভেরিয়েশন, এইডার কি ব্যাখ্যা ধর্মগুলা দেয়? বিবর্তন?? (তউবা, আস্তাকফিরুল্লা) নেট ঘাইট্যা কোনো ভালো উত্তর পাই নাই সেইটাতো কৈলামই। খারাপ উত্তরগুলা কি পাইসি তার একটা ছুটুখাটু ফিরিস্তি দেই।

একটা জিনিষ বুঝলাম যে এই প্রশ্নটার উত্তর অনেকেই খুঁইজা বেড়ায়। বিশেষ কৈরা আমার মতন মূর্খতো খুজবোই। যেইটা জানা নাই সেইটা হৈল, এই বিষয়ে সামুতে কোনো সময় কোনো পোস্ট আসছে কিনা। টেস্টিমনি অফ জিহোভারা বিশ্বাস করে যে দুনিয়ায় মানুষের আবির্ভাব হৈসে ৬০০০ বছর আগে। পুরাই মাথা ঘুরাইন্যা আলাপ, তাইনা? মিলিয়ন বছর পুরান ফসিলগুলাকি তাইলে এন্টিক্রাইস্টগো ষড়যন্তর? কিছু আধুনিক খ্রীষ্টধর্মানুরাগীর মতে আবার আদমের আগেও এই পিত্তিবীত মানুষ নাকি গড পাঠাইসিল।

প্রি এডামিজম নামে কিছু থিউড়ি ফিউরিও দেক্লাম। কিন্তু ইসলাম ধর্মীয় মতামতটা এখন পর্যন্ত কোনোখানেই পাইলামনা (হয়তো আমি খুব কাঁচা নেট ইউজার)। বাদবাকি আজাইরা প্যাচাল আরেকদিন হৈবোনে। পুস্ট আর লম্বা করতাম চাইনা। ইদানিং সামুতে ওনেক ধার্মিক।

দেখি কেউ কিছু জ্ঞানদান করে কিনা। বি:দ্র: ব্লগে বিদ্যমান আস্তিক নাস্তিক ক্যাচাল চাগাড় দিওনের খায়েশ আমার বিন্দুমাত্র নাই। মাঝেমাঝে ক্যাচাল দেইখা মনে হয়, আস্তিকরা নাস্তিকগো আর নাস্তিকরা আস্তিকগো নিজ নিজ পথে আনার পরিকল্পনা নিয়া মাঠে নামসে। যদিও প্রচলিত কোনো ধর্মই আমি পালন করিনা এবং ঈশ্বরের গতানুগতিক ডেফিনিশানে আমি বিশ্বাসী না তথাপি কারো ধর্মীয় বিশ্বাসে অযাচিতভাবে আঘাত করতে আমার বিবেকে বাধে। পাশাপাশি আরেকটা কথাও বলতে চাই যে কিছু কিছু আস্তিকের হাঁটুবুদ্ধি দেইখা মাঝেমাঝে ইচ্ছা হয় ধর্ম নামের এই কালো কাপড়ের আচ্ছাদনটা আসলেই ছিন্নবিচ্ছিন্ন করে দেয়া উচিৎ।

কিন্তু মানুষ হিসাবে আমাদের ক্ষমতা সসীম। আর সর্বময়ক্ষমতার অধিকারী সেই গড বা ঈশ্বর বা আল্লাহতো আমাদেরই সৃস্টি। কাজেই সাপ যদি নিজের লেজ নিজে গিলা শুরু করে তার ফলটা কি হবে? থাক, পুস্ট লাম্বা হয়া যাইতাসে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.