আমাদের কথা খুঁজে নিন

   

রিয়ালে এলেন ‍‌ ‍'জার্মানির মেসি'

আমার মাঝে একজন কবিকে আমি লালন করি

বার্কার মেসিকে তো সবাই চেনেনই। এবার রিয়াল মাদ্রিদ তাদের শিরোপা খরা কাটাতে জার্মানি থেকে কিনে আনলো আরেক মেসিকে। তার নাম লিওনেল মেসি নয় ,তবে জার্মান শিবিরে তিনি মেসি নামে খ্যাত। ২১ বছর বয়সী মেসুত ওজিলকে আপনারা গত বিশ্বকাপে মাঠ কাঁপাতে দেখেছেন । সেই ওজিলকেই ১ কোটি ৫০ লাখ ইউরোর ট্রান্সফার ফিতে জার্মান ক্লাব ওয়ের্ডার ব্রেমেন থেকে কিনে নিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

এখন জেনে নিন মেসুত ওজিল সম্পর্কে কিছু নতুন তথ্য:  ওজিল নামটা একটু খ্রিস্টিয় খ্রিস্টিয় লাগলেও ওজিল মুসলমান।  ওজিল তুর্কি বংশোদ্ভুত জার্মান।  তার প্রথম পেশাদার ক্লাব ছিল রট ওয়েস ইসেন।  মাত্র ২১ বছর হলেও ওজিল বিবাহিত (নারী ভক্তদের হৃদয় ভঙ্গ করার জন্যে দুঃখিত)  ওজিল অতিমাত্রায় ধর্মভীরু। প্রতি ম্যাচের শুরুতে তিনি পবিত্র কুরআন পাঠ করেন।

 ওজিলের জন্মদিন ১৫ অক্টোবর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।