আমাদের কথা খুঁজে নিন

   

রিয়ালে 'নিশ্চিত' বেল

দলবদলের মৌসুম শুরুর পর থেকেই ‍২৪ বছর বয়সী বেলের রিয়ালে যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কয়েকদিন আগে স্প্যানিশ গণমাধ্যমগুলো অবশ্য জানিয়ে দেয়- বেলের রিয়ালে আসাটা এখন সময়ের ব্যাপার মাত্র।  বুধবার বোয়াসের কথায় সেটাই প্রমাণিত হলো।
পর্তুগিজ এই কোচের মতে, বেলের দলবদলের ব্যাপারে দুই দলের মধ্যে কথা অনেকদুর এগিয়েছে। তবে কি পরিমাণ অর্থের বিনিময়ে সান্তিয়াগো বার্ণাবেউতে যাচ্ছেন গত মৌসুমে ২৬ গোল করা বেল তা অবশ্য জানাননি তিনি।

পরিমাণটা যে হবে বিশ্ব রেকর্ড, ইঙ্গিতটা অবশ্য ঠিকই দিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, “এই মুহূর্তে দল দুটি আলোচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতক্ষণ সময় লাগবে সে ব্যাপারে অবশ্য আমি নিশ্চিত নই। হতে পারে তা খুব শিগগিরই, আবার হয়তো না। মনে হয় দল বদলের শেষ দিন (২ সেপ্টেম্বর) পর্যন্ত এটা যেতে পারে।

কিংবা আগামী দুই দিনেও তা হতে পারে। তবে বিশ্বের সবচেয়ে বড় দলবদলটা এত দ্রুত হবে তা নিশ্চয় আপনি আশা করতে পারেন না। ”
ধারণা করা হচ্ছে আলোচিত এই দল বদলটা হবে প্রায় ১০ কোটি ইউরোর বিমিময়ে; স্বাভাবিকভাবেই যা ছাড়িয়ে যাবে ২০০৯ সালে ৯ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে পাড়ি দেওয়া রোনালদোর রেকর্ড।
২০০৭ সালে সাউথ্যাম্পটন থেকে ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে টটেনহ্যামে এসেছিলেন বেল।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।