ওয়েলসের ফরোয়ার্ড বেলের অভিষেক অবশ্য ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে নয়, ভিয়ারিয়ালের মাঠে হবে।
রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে অবশ্যই খেলবেন বেল। তবে ম্যাচের শুরু থেকে খেলবেন কিনা, সে সম্পর্কে পরিষ্কার করে কিছু জানাননি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “সবাই জানে তার (বেল) প্রাক-মৌসুমটা স্বাভাবিক ছিল না। তবে তার শারীরিক অবস্থা খারাপ নয়।
আগামীকাল (শনিবার) সে দলের সঙ্গে সফর করবে এবং খেলবে। ”
“জানি না সে প্রথম থেকে খেলবে কিনা। তবে ম্যাচের কিছুটা সময় অবশ্যই খেলবে। সে ভীষণ রোমাঞ্চিত ও উজ্জীবিত। ”
প্রায় দুই মাস পর গত মঙ্গলবার প্রতিযোগিতামূলক ফুটবলে খেলেন বেল।
তবে জাতীয় দলের হয়ে ঐ ম্যাচে মাত্র ৩০ মিনিট খেলেন তিনি। খেলা শেষে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান জানান, বেল পুরো ৯০ মিনিট খেলার মতো সুস্থ নন।
শনিবার মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং তৃতীয় আতলেতিকো মাদ্রিদও। বার্সেলোনা সেভিয়াকে এবং আতলেতিকো নবাগত আলমেরিয়াকে স্বাগত জানাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।