আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহর পরিচয়। ঈমান একিনের কথা (পর্ব২)



(পর্ব ২) আল্লাহ ডালকে বলেন শাখা তৈরী করো শাখা তৈরী হয়। শাখাকে বলেন, প্রশাখা তৈরী করো। প্রশাখা তৈরী হয়ে যায়। ফুলকে বলেন, ফল তৈরী কর। ফল তৈরী হয়ে যায়।

আল্লাহ বলেন 'আমি জানি গাছের কোথায় কোন জায়গায় ফল আসবে। এবং গর্ভবতী নারীর পেটে কি আছে। আমি সব জানি। আর এও জানি সমুদ্রের তলায় কি আছে। কোটি কোটি মাছের পেটের ভিতর কি আছে সব আমি জানি কোটি কোটি মাদী জানোয়ার, মাটির উপর এবং গভীরের কোটি কোটি মাদী কীট-পতঙ্গের পেটের ভিতর কি আছে তাও আল্লাহ জানেন।

কতগুলো মুরগীর ডিম মানুষ খাবে, কতগুলো পচবে, কতগোলো ডিম পাড়বে, কতগুলো বাচ্ছা ফুটানোর জন্য বসানো হবে, তার থেকে কতগুলো নষ্ট হবে আর কতগুলো বাচ্ছা হয়ে বেরিয়ে আসবে তিনি, মহান আল্লাহ রাব্বুল জানেন। তিনি আলিমুল গাইব। । আল্লাহ আমাদেরকে সব সময় ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন । আমিন।

আমার জন্য দোয়া করবেন। যেন পুরা পর্ব শেষ করতে পারি। আমি এই লেখাগুলি কোথাও থেকে কপি করি নাই। নিজে নিজে টাইপ করে লিখেছি। তাই বলতে পারি এটা বাংলা ব্লগে এটি স্বতনত্র লেখা।

আর হ্যঁ দয়া করে কমেন্ট দিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.