বড়ই আছানক....
কত বড় কলিজা? যা গিয়া তর বাপরে জিগা, তর বাপে না পরলে তর দাদারে গিয়া জিগা হেই লুঙ্গি পরছে কিনা? দুই দিনের ইংরেজ ভাতেরে কও Rice।
আমার এক বন্ধু (চান্দি গরম বন্ধু কইতেও মেজাজ খারাপ হইতাছে)। আগে থিকাই পাশ্চাত্য ভাবধারার, বন্ধু মহলে এই রকম দুএকজন থাকতেই পারে। আগেই জানে আমি বাসায় লুঙ্গি পরি। পোলা আইজ কতায় কতায় কয়া ফালাইল যে, লুঙ্গি পড়লে ক্ষেত দেহা যায়।
লুঙ্গি নাকি আইজ কাল কামলারা (শ্রমিক, ফেরীওয়ালা, রিক্সাওয়ালারা) পরে। অহনকার পোলাপানের ড্রেস হইল থ্রি-ক্রোয়াটার, হাফ-প্যান্ট অগি-বগি আরও কত কিছু।
মেজাজটা কেমন বিলা অয়??????
ওরে যে উপমা দিয়া যে উত্তর দিছি সেইটা ব্লগে দেয়া যাইবনা। কথা এইটুকুই কাকের পাায় পেখম লাগাইলে ময়ূর হওয়া যায়না। এখন তুমি কাকে ময়ূর ভাববা এইটি তোমার বিষয়।
পাশ্চাত্যের ওরা নিজেদের ময়ূর ভাবে, আর এই সব পোলাপান নিজেদের ভাবে কাক। এই সব পুলাপান থ্রি-ক্রোয়াটার, হাফ-প্যান্ট অগি-বগি পইরা যেমন কখনও ময়ূর হইতে পারবেনা, তেমনি আমরা নিজেদের ময়ূর ভাবলে পাশ্চাত্যের ওরাও লুঙ্গি পরে বাঙালি হতে পারবেনা।
পাশ্চাত্যের ওরা নিজেদের সংস্কৃতিকে সবার উপরে রাখছে, সেখানে আমরা কেন নিজেদের তুচ্ছ মনে করব?
মনে এমন একটা ভাব যে কেন আনিনা “পারলে বাঙালী হয়ে দেখা?”
আর কিছু বলার নাই প্রতিবাদ স্বরপ উপরের ছবি ফেইসবুকে পি.পি. দিয়া রাখছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।