আমাদের কথা খুঁজে নিন

   

রচনাঃ লুঙ্গী

আমি পূর্ণয়

‪#‎ভূমিকাঃ‬ লুঙ্গী আমাদের দেশের একটি পৌরাণিক বস্ত্র। যদিও আমার প্রেমিকা নিষেধ করার পর থেকে এই বস্ত্র পরিধান করি না তারপরও বাংলার ঘরে ঘরে আজও চলছে লুঙ্গী চর্চা। দেশ গ্রামে এখানে সেখানে আজও চলে লুঙ্গীর জয়-জয়াকার।

‪#‎বর্ণনাঃ‬ লুঙ্গী দিয়ে মূলত পেটের নাভী হতে পায়ের গীড়া পর্যন্ত অংশ ঢাকা হয়। এই বস্ত্র পরিধান করে শুধুমাত্র আমাদের দেশের পুরুষেরা তাদের নেংটু-পুটু ঢাকলেও থাইল্যান্ড বা তার আসে পাশের এলাকায় এই বস্ত্র নারীরাও পরিধান করে।

এদেশের কৃষক থেকে শিল্পপতি সকলেই লুঙ্গী পরিধান করতে ভালোবাসে কিছু কারণে। কারণ গুলো হল ১ - দ্রুত তর সময়ে পড়া বা খোলা যায়, ২ - চুলকানোর বিষয়াদি ৩ - গরমে শরমকে ম্লান করার সহায়তা ইত্যাদি

‪#‎সুবিধাঃ‬ নিজের রুমের দরজা বন্ধ করে রাখলে এদেশের অনেক মা বাবাই তার ছেলে কে সন্দেহ করে। আর দরজা খোলা রাখতে বলে। এই সমস্যা থেকে উতড়ানোর সহজ উপায় হল লুঙ্গী। আপনি এক দিন দরজা খোলা রাইখা ঘুমের ভান ধইরা লুঙ্গীটাকে গলার মালা বানিয়ে ফেলেন দেখবেন তারপর দিন থেকে আব্বা আম্মা নিজেরাই দরজা বন্ধ করার জন্য আপনাকে তাগদা দিচ্ছে।



‪#‎অসুবিধাঃ‬ ধরেন আপনি আব্বা আম্মাকে দেখানোর জন্য লুঙ্গী গলার মালা বানিয়ে ঘুমায় আছেন। কিন্তু উহা আপনার আব্বা আম্মা দেখার আগেই পাশের বাসার সুন্দরী আপুটি আপনার বাসায় বেড়াতে এসে দেখে ফেলল।

‪#‎আন্তর্জাতিকঃ‬ কিছু দিন আগে বলিউড নায়ক শাহরুখ খান তার একটি গানকে 'লুঙ্গী ড্যান্স' নামে নামকরণ করেছিলেন। এ জয় বিশ্বের সকল লুঙ্গী বাসী দের।

‪#‎উপসংহারঃ‬ বাংলার মানুষ লুঙ্গীকে ভালোবাসে।

সেটা মরা কিছু দিন আগেই দেখেছি। বারিধারায় লুঙ্গী ব্যান করার পর শাহবাগ-হেফাজত সকলে হাত হাত রেখে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তাই পরিশেষে আমরা বলতে পারি, "শীত কিংবা গরম, ভুলে সকল শরম, লুঙ্গীর চেয়ে নাহি কিছু চরম"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।