আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে শঙ্কা কেটেছে মহাসেনের

সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হলেও দুপুরের পর থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে।
বরিশাল জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আকতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসেনের প্রভাবে বরিশালে তেমন কোন ক্ষয় ক্ষতি হযনি। শুধু মেহেন্দিগঞ্জে কিছু কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে গেছে।  
নির্বাহী প্রকৌশলী এটি এম তারিকুল ইসলাম বলেছেন, সকাল ৬টা থেকে বরিশাল নগরীসহ ১০টি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। সংযোগ লাইনগুলো পরীক্ষার পর আবার চালু করা হবে।


ঝড়ের সময় উপকূলীয় এলাকার অন্তত ৩৫ হাজার লোক আশ্রয়কেন্দ্রে ছিলেন বলে জানানো হয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে।
জেলার ২২৯ আশ্রয় কেন্দ্রসহ দেড় হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, যোখানে কাজ করছেন ৮ হাজারের মতো স্বেচ্ছাসেবী। গঠন করা হয় ১৩৫ মেডিকেল টিম।
জরুরি ত্রাণ সহায়তা দেয়ার জন্য ২০০ টনের বেশি চাল ও নগদ ৩ লাখ টাকার ব্যবস্থা করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শহীদুল ইসলাম সকালে জানান, কীর্তনখোলাসহ এ অঞ্চলের নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কিছু এলাকা।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।