এমপি প্রতি ১৫ কোটি টাকা বরাদ্দ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
উন্নয়ন কাজের জন্য প্রত্যেক এমপিকে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়ার একনেকের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল-হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গতকাল এ রুল জারি করে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল হক বাবুলের দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করে। আক্কেলপুরের এমপি’র জন্য বরাদ্দকৃত ১৫ কোটি টাকার কার্যক্রমও চার সপ্তাহ স্থগিত রাখতে বলেছে হাইকোর্ট। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট এম. ইউসুফ আলী। শুনানিতে তিনি বলেন, সংবিধান অনুযায়ী উন্নয়ন কাজের তদারকি করবেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। অথচ এমপিদেরকে উন্নয়ন কাজের অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এটা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।