এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
উড়ন্ত খোলা ওড়না হয়ে নৃত্যে মেতে ওঠা দিন ;
ঘরের চৌকাঠকে মনে হতো বিশাল প্রাচীর ।
তোমাকে একবার দেখতে চাওয়ার আকুলতা
কেমন বেহায়া করে তুলতো -ধর্ম প্রোকষ্ঠে মোড়ানো
উনিশ বছরের তরতাজা জীবনকে ।
মায়ের চোখ রাঙানোটাও কেবলি অহেতুক ঠেকতো ,
শাসনের বেড়া ডিঙিয়ে ঠিকি পৌঁছে গিয়েছিলাম কাজির দেউড়িতে ।
সব আয়োজন সার্থক হলো তিন লক্ষ আর ঘর ভর্তি আসবাবের বিনিময়ে ,
কিন্তু তোমার দেওয়া প্রাচীর আর পেরুনো হলো না ।
অতি যত্নের চা'ও আজ আর মিঠে লাগে না-যদি তাতে আরো দু'লাখ আর
একটা হোন্ডা মিশে থাকতো তবে বুঝি একফোঁটা চিনিও লাগতো না ।
তোমার মায়ের অযাচিত গালিগালাজে অতীষ্ট আমি একটু আশ্রয় খুঁজি
নিজের মায়ের কোলে ;স্বান্তনা পাই -"মানিয়ে নে মা,এটাই তোর আসল পরিচয় "।
আগুনের লাল লাল শিখারা যখন আমায় আলিঙ্গনে জরাচ্ছিল বিশ্বাস করো আমি কেবল
তোমারি নাম জপেছি । পিতৃপুরুষের দেওয়া কোন নামি আমাকে বাঁধতে পারেনি -
তোমার দেওয়া নামেই তীলক কেটেছি ।
জানি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে কিনতে পার পাঁচশো ভালোবাসা ;
আমার না দিতে পারার অপারগতা তোমাকে পশুর অধম করেছে -তোমার দেওয়া
সমস্ত আঘাত লুকিয়েছি শাড়ীর আঁচলে ,কখনো মলমের উষ্ন ছোঁয়ায় ।
কিন্তু নিজেকে লুকাতে পারিনি জন্মান্ধ সমাজের অন্ধকার কোন গোলিতে ।
কারন তথাকথিত নিয়মগুলো আমাকে কখনো বেরিয়ে আসতে দেয় না
অসহীষ্নু অবক্ষয় ডিঙিয়ে ;
তাইতো ভালোবাসা এভাবে পুড়ে হয় ছাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।