কিছু কথা কিছু গান
আমরা নিজেদের নামে পরিচিত হতে এত কুন্ঠা বোধ করি কেন?
আসুন দেখি পরিচয়ের বাহার।
আমাদের অনেকেই নিজেদের মা-বাপের দেয়া নাম ব্যবহার করিনা,নিজেদের মত কোন বিখ্যাত লোকের নাম জুড়ে দেই।
যেমন-কাব্য,রুদ্র,চারু,সব্যসাচি,মাইকেল ইত্যাদি নামগুলোর কথা বলা যায়।
পর্যবেক্ষন করে দেখেছি এগুলো একটাও পরিবার থেকে দেয়া নাম নয়।
নিজেদের একটু আল্ট্রামডার্ন ভাব ধরানোর জন্য এই সব নাম ব্যবহার করে।
কাব্য,রুদ্র,চারু,সব্যসাচি,মাইকেল -এই নামের ব্যক্তিগণ নিজেদের যোগ্যতা দিয়ে সবার মধ্যে নিজেদের পরিচয় দিএছেন।
অন্যকারো নাম সাথে জুড়ে দিলেই তাদের মত হওয়া যায়না।
মানুষ নিজের কর্ম দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়।
(এ লেখাটি একান্তই আমার ভাবনা,কাউকে আঘাত দেয়ার জন্য নয়)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।