আমাদের কথা খুঁজে নিন

   

আমার মেয়ের ভুতের ওড়না এবং রোকেয়া হলের একটি রাত (রোকেয়া হল দর্পণ)

ভাল আছি

সেদিন দুপুর বেলা দেখি আমার বড় মেয়ে কালো একটা লম্বা কাপরের টুকরা হাতে নিয়ে ছোটো বোনকে ভয় দেখাচ্ছে ভুতের ওড়না ভুতের ওড়না বলে। সাথে সাথে পুরোনো এক ভুতের কাহিনী মনে পরে গেল। আমি তখন রোকেয়া হলে থাকি। হলে উঠার পর থেকেই বিভিন্ন রকম ভুতের গল্প শুনেছি কিন্তু রাতের পর রাত জেগে থেকেও কোনো প্রকার ভুত দেখার সৌভাগ্য হয়নি। বরং মাঝ রাতে বারান্দায় দাঁড়িয়ে যখন চা খেতাম তখন অনেকেই ঘুমজড়ানো চোখে আমাকেই ভুত ভেবেছে।

হা হা হা। আমার বারান্দার সামনেই ছিল খোলা মাঠ, মাঠের দুপাশে দুটো রেইনট্রি , একপাশে শহীদমিনার, আর শ্বেত পাথরে গড়া বেগম রোকেয়ার মূর্তি। রাতে ফ্লাডলাইটের আলোয় জ্বলজ্বল করতেন বেগম রোকেয়া। আমি অপলক দেখতাম আর চায়ের মগে চুমুক দিতাম। আমার যাবতীয় সব কাজই জমা হয়ে থাকত রাতের জন্য।

প্রায়ই রাতের বেলা বালতি ভরে ভরে কাপড় কাঁচতাম কারন রাতে সবার রুমের সামনে কাপড় শুকানোর জায়গা খালি থাকে ,দিনের মত কাপড় শুকানোর জায়গা নিয়ে হিসাব কষতে হয়না। এতক্ষন পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু মজার ঘটনাটা ঘটল এরপর। পাশের রুমের স্বপ্না মাঝেমাঝেই আমাকে ভয় দেখানোর অপচেষ্টা চালাত। হঠাৎ কখনো পেছন থেকে ধাক্কা দেয়া,কখনো জোরে চিৎকার করে ওঠা এবং প্রতিবারই মনে করত এবার বুঝি আমি ভয় পেয়েছি।

আমি শুধু হাসতাম। এক রাতে ,তখন প্রায় একটার বেশি বাজে, দেখি স্বপ্না টুথব্রাশ নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে, আমি তখন মাত্র উপটান লাগিয়ে রুমে ফিরেছি। হঠাৎ কি মনে হল একটু ভয় দেখানোর জন্য পিছু পিছু রওনা দিলাম। বেসিনের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। প্লান হল স্বপ্না বের হলেই ভুতের এ্যাকটিং করব।

স্বপ্না টয়লেটের দরজা খুলে সামনে এগিয়ে আসতেই যেই ওর সামনে দাঁড়িয়েছি ভয়ে বেচারি প্রায় মুর্ছা যায় অবস্থা। জোরে চিৎকার করে ভয়ে দৌড় দেয়ার চেস্টা করে পিচ্ছিল মেঝেতে প্রায় পরে যাবার জোগার। আমি আর কি ভুতের এ্যাকটিং করব ওর অবস্থা দেখে আমি নিযেই ভয় পেয়ে গিয়েছি না জানি আবার হাউজ টিউটর ম্যাডামের কাছে কমপ্লেন করে বসে। অবশেষে ওকে ধরে রুম পর্যন্ত পৌছে দিলাম। স্বপ্না আর জীবনে কখনও আমাকে ভয় দেখানোর চেষ্টা করেনি।

আমিও আজপর্যন্ত আর কখনও কাউকে ভয় দেখানোর চেষ্টা করিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.