বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... ।
সাত সকালে ঘুম ভাঙ্গিয়া গেলে যে কারোরই মেজাজ কিঞ্চিত ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক ....হাসারা তাখুনের স্বামী (!!) নানকের মেজাজ ও তাই বিগড়াইয়া গেল !
দূরালাপনি ধরিয়া তিনি জিজ্ঞাসিলেন '' কেঠায় ফুন করছস ??? ''
ওই প্রান্ত হৈতে জবাব আসিল , '' আগ্গে , মুই কামরুল .... কেয়ার টেকার ''
নানক কহিলেন , '' ফুন লাগায়চস কিল্লাই''
কামরুল : ছার , এক খানা উপদেশ নিতে ... গত রাইতে আপনার টিয়া পাখি মৈরা গেছে .... কি করণ যায় ছার ?? ''
নানক : '' আমার টিয়া পাখি ?? কোনটা ?? যেইটা তর মেডামের ভাষণ লেইখা দিত ... ঐটা ???''
কামরুল : ''জে , ঐটাই ''
নানক : আহারে ..... এহন তর মেডাম কেমনে ভাষন দিবো ?? এইডা কোন কাম হৈছে ??কিনতু মরল কেমতে ? ''
কামরুল:ছার ... মড়া ঘোড়ার গোস্ত খাইয়া ''!!
নানোক: ঘোড়া?? কোনটা?? যেইটা ভাড়তমাতা মইনুদ্দি রে দিছিলো ??''
কামরুল: হ ছার ...ঐটাই !!
নানক:কস কি মমিন ??? ঐ ঘোড়া মর্লো কেমনে??
কামরুল : ছার ... আগুন নিভানের গাড়ি টানতে গিয়া
নানক: আগুন ??? আগুনের নিভানের গাড়ি আসলো কোই থিকা ??
কামরুল : ছার ..ফারুক ছারে ঘোষনা দিলো খাদ্যএড় দাম কৈমা যাইবো ... এইটা শুইনা বাজারে লাগলো আগুন .... মোমবাত্তি থিকাই আগুন লাগলো ''
নানক: হালার্পো ফারুক .... তার মানে আমার ঘর বাড়ি পুইরা গেছে ??? হায় হায় !!! তুই মোমবাত্তি জালায়ছিলি কেন রে বলদ ??? আমার বাসায় কি কারেন্ট আছিল না ??
কামরুল : না ছার ... কয়েকদিন ধৈরা কারেন্ট নাই .... আর মোমবাত্তি জ্বালাইছি শোক পালন কর্তে .. ""
নানক: শোক ?? কিশের শোক ???
কামরুল:ছার ...গোস্তাকি নিয়েন না .... রাইতে কৈরা চিন্তে পারিনাই ...এমুন চুরের মত কালা ....তাই চুর মনে কৈরা হাসারা মেডামের মাথায় সোনার লাঠি দিয়া বাড়ি দিছিলাম ...।মেডাম আর মনে হয় বাইচা নাই ......তাই শোক প্রকাশ ........ ''
নানক: মমমমমমমমমমমমানি???????? ইলেকশনের পর যেই লাঠি আমি উফার পাইছিলাম ... ষেইটা যদি ভাইংা থাকোস .......তর একদিন কি আমার একদিন ....
সকল ঘটনা কাল্পনিক বলিয়া প্রতীয়মান হৈবে ..... কারো সাথে কোনরুপ মিল কাকতাল মাত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।