আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা সিটি নির্বাচন কেন হবে না, হাইকোর্টের রুল



ঢাকা, ১৬ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ডসমূহের সীমানা নির্ধারণ পূর্বক আসন্ন সিটি করপোরেশন নির্বাচন কেন অনুষ্ঠিত হবে না এ মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রধান নির্বাচন কমিশনার , ডিসিসি মেয়র ঢাকা জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর রুল জারি করেছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফছার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড খিলক্ষেতের বাসিন্দা শাহিনুর আলম এবং মো. ওমর আলী নতুন করে সীমানা নির্ধারণের জন্য আবেদন জানান। আজ শুনানি শেষে হাইকোর্ট উক্ত রুল জারি করেন। আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন বারের সেক্রেটারি ব্যারিস্টার এম বদরুদ্দোজা, এডভোকেট মো. আলমগীর হোসেন, এডভোকেট মোসলেহ উদ্দিন এবং ব্যারিস্টার মো. গোলাম নবী।

সিটি করপোরেশনের ৯০টি ওয়ার্ডের সর্বশেষ সীমানা নির্ধারণ করা হয় ১৯৯৩ সালে এবং সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় ২০০১ সালে। বর্তমানে সিটি করপোরেশনে ভোটার ও জনসংখ্যার ব্যবধান অনেক বেশি। কোন ওয়ার্ডে ভোটার ১০ হাজার আবার কোন ওয়ার্ডে ভোটার ১ লাখ। এতে ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হয় এবং নির্বাচনে ব্যয় বেশি হয়। ৯০টি ওয়ার্ডের সবচেয়ে ভোটার সংখ্যা বেশি পল্লবীর ৬ নং ওয়ার্ডে।

এর ভোটার ১ লাখ ৫ হাজার ৯৬ জন। সবচেয়ে কম ভোটার ৭৩ নং ওয়ার্ডে। এর ভোটার সংখ্যা ১০ হাজার ৬শ ৯৫ জন। সিটি করপোরেশন সংক্রান্ত ২০০৯ সালের জনসংখ্যার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সমসংখ্যক জনসংখ্যার ভিত্তিতে ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড সমূহের সীমানা নির্ধারণ পূর্বক আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন কেন অনুষ্ঠিত হবে না এ মর্মে আজ আদালত রুল জারি করেছে। (শীর্স নিউজ ডটকম/জেডএইচ/এফএইচ/ডিএইচ/এসসি/১৭.০০ঘ)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.