আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল লাইফ টেকি জুক্স! [ফিচারিং হাসিব & মেহেদি {মেরা ভার্সিটি ইয়ার}[!

শুধুই দেখি...

সময়কাল, অনার্সলাইফ, ফার্স্টইয়ার, সেশন ২০০০-২০০১। তো আমাদের দোস্ত হাসিব, (এখন ট্রাস্ট ব্যাংকে আছে) নতুন পিসি কিনবে। সংগে দোস্ত মেহেদি (এখন টেকভেলিতে সানের সার্টিফাইড সিসটেম ইনজিনিয়ার হিসেবে আছে)। মেহেদি সংগে গেছে কারণ ওরা একই এলাকার, ফেণী। এবং, মেহেদি আগে পিসি কিনছে, তাই সে এক্সপার্ট! তো ওরা পিসি কিনলো পেন্টিয়াম ফোর।

এক্সপি সেটাপ, এবং দরকারী সফটোয়ারের পাশাপাশি, কিছু হিন্দী হট টাইপ ভিডিও গানও দোকানদার দিয়ে দিছে! এদিকে হাসিবের বাবা-মা আবার একটু রক্ষণশীল। তাই কেনার সময়ই দোকান থেকে মেহেদি সব কিছু হিডেন করে একটা ড্রাইভে গানগুলা রাখছে। এবং পাসওয়ার্ড সেটাপ কইরা দিছে। এক্স-ওয়াই-জেড... তো, রাতে হাসিবের আব্বু অফিস থেকে বাসায় ফিরে দেখলো ছেলে পিসি কিনে আনছে। উনি বললেন, 'কম্পিউটারটা চালু দেও'।

হাসিব পিসি অন করার জন্য সুইচে চাপ দিলো। পিসি অন হইলো। পাসওয়ার্ড উইন্ডো আসলো বুট হবার পরেই। পাসওয়ার্ড দিলো...এক্স-ওয়াই-জেড কিন্তু লাভ হয় না। পিসি ওপেন হয় না! হাসিবের আব্বু দৃষ্টিতে কিছিলো জানি না, হাসিব বেচারা ঘামতে লাগলো! মেহেদিকে ফোন দিলো বারান্দায় এসে, মেহেদিও বললো পাসওয়ার্ড তো ঐটাই! পরে মেহেদি বললো যে কালকে এসে ভালো মতো দেখবেনে কি হইছে।

... ... ... ... ... ... পরদিন মেহেদি এসে ক্লাশশেষে হাসিবের বাসায় গেলো। পাসওয়ার্ড দিলো, এন্টার দিলো, ঠিকই পিসি খুললো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।