আজও আমি খুজে ফিরি সেই পুরাতন আমাকে
বর্ষাকাল শুরু হতে এখনো বেশ বাকি। এর মাঝেয় বৃষ্টি আরম্ভ হয়েছে । গরমকালের হঠাৎ বৃষ্টি না একেবারে বর্ষার প্যানপেনে বৃষ্টি। সিলেটের স্বভাব চরিত্র এরকমই। কথা নেই বার্তা নেই বৃষ্টি আরম্ভ হয়ে যায়।
প্রথম প্রথম আমার খুব খারাপ লাগত, আবহাওয়া এরকম কেন? সুরমার তীর ধরে বিকেলে হাটতে বের হয়েছি এমন সময় বৃষ্টি। আশে পাশে দাড়ানোর কোন জায়গা নেই। অগত্য বৃষ্টিতে ভিজতে হবে।
আজকের দিনটা এরকম না । আজকে প্রকৃতিতে আয়োজন চলছে বৃষ্টি নামার।
কোথ্থেকে এক ঝাক মেঘ এসে আকাশের পূর্ব পাশটা ভরে দিল। এর পর সাদা হাতির মত ছোট খন্ড খন্ড মেঘ একে একে জড়ো হতো লাগল। দেখতে দেখতে আকাশটা সাদা মেঘের দল দখল করে নিল। সিলঙ পাহাড়ের মত বড় একটা পাহাড় আকাশেও সৃষ্টি হলো। পার্থক্য সিলঙেরটা সবুজ আর মেঘেদেরটা সাদা।
পাহাড় সৃষ্টির মত কষ্টকর কাজ শেষ করে ক্লান্ত প্রকৃতি রঙে মন দিলো। প্রথমে মেঘ গুলোর গায়ে কালোর একটা আচড় পড়ল এর পর আরেকটা এভাবে পুরো আকাশটায় ভরে উঠলো কালো মেঘে। সিলেট পর্যটন হোটেলের ছাদ থেকে সিলঙের দিকে তাকালে মেঘ আর পাহাড়কে আলাদা করতে পারিনা আমি। মনে হয় পুরাটায় মেঘ কিংবা পাহাড়। অমিত আর লাবন্য কি ঔ পাহাড়ের পাদদেশে কোথাও বসেছিল কিনা ভাবতে চেষ্টা করি।
আমার ভাবনাটা স্থায়ী হয়না। চোখ আটকে যায় অস্তামিত সূর্যের শেষ বর্নচ্ছটার দিকে, রক্তিম আভায় ভরে উঠেছে পশ্চিম আকাশ। পশ্চিমের রক্তিম আভা পূবের কালো মেঘদেরও রাঙিয়ে দেয়। প্রকৃতির অপরূপ রূপ ময়তার মধ্যে হারিয়ে যাই।
আবেশে ভরে উঠা চোখ নিয়ে তাকিয়ে থাকি।
প্রকৃতির মাঝে বিলিন হতে থাকি। মিশে যেতে থাকি প্রকৃতির মাঝে। নিজের অস্তিত্ব বুঝতে পারিনা। প্রকৃতির অপূর্ব রুপ শৈলির অংশ মনে হয় নিজেকে। ধীরে ধীরে হারিয়ে যেতে থাকি, বিলিন হতে থাকি মহাপ্রকৃতিতে।
জীবনের সব কিছুকে মিথ্যা মনে হয়- এ পৃথিবী মিথ্যা, স্বর্গ মিথ্যা, নরক মিথ্যা, পাপ-পূন্য মিথ্যা, সে- মিথ্যা, আমি মিথ্যা, সত্য মিথ্যা, মিথ্যা মিথ্যা। শুধু এই মূহূর্ত সত্য, প্রকৃতিতে সৃষ্টি হওয়া এই সৌন্দর্যটায় সত্য। ধ্যান ভেঙ্গে যায় আজানের শব্দে। শিশিরের শব্দের মত অন্ধকার গ্রাস করতে থাকে আমার চারপাশ, আমাকে এবং আমার প্রেয়সী গোধুলির আলোয় সৃষ্টি হওয়া সৌস্দযর্টাকেও । অন্ধকারে হারিয়ে যায় সব কিছু।
ঝুম বৃষ্টি নামে। আমার রুমে ফিরে আসি। ব্যাগ গোছানোয় মন দিই। আজ রাতেই আমাকে ফিরে আসতে হবে আমার গন্তেব্যে। ফিরে আসব আমি তবুও- ঝিনুকের দুটি খোলস, মাঝখানটা ভরা থাকবে একবিন্দু নিরেট ভালো লাগায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।