আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!
কোন হিসেবই মিললো না।
না কঠিন না সস্তা।
কেমন করে যেন চলে গেল সব হিসেব,,!
সব আয়োজন।
কত কি যে ভেবেছিলাম।
সেই ছোট কালে।
আর এখন
শুধুই বাস্তবতা। । ।
শুধুই হাহাকার।
..
কত কি যে হতে পারতাম।
হতে পারতাম কত কি..!
সব আয়োজন থেমে যায়
এক মেরুতে
আমাকে যে সংগ্রাম করতে হয়
ভাতের, কাপড়ের।
বসবাসের।
.....
মিলে না কোন হিসেব। মিলে না কোন হিসেব।
কোন হিসেব মিলে না।
জীবনের
নিজের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।