আমাদের কথা খুঁজে নিন

   

অচেনা আকাঙ্খা



বালুবেলায় বসে বুকে নিয়ে স্মৃতি একেঁছি তোমার ছবি- এসেছে পানির ঝাপটা- গিয়েছে ভাসিয়ে নিয়ে তোমাকে; মুছে দিয়েছে তোমার ছবি; আমার সেই কল্পনাকে। পেরেছে কী মুছে দিতে স্মৃতি তোমার-মোর হৃদয় হতে? আজো কেন মনে হয়- পাখির মাঝে আছো তুমি; বাতাসের সেই শো-শো আওয়াজে ডাকছো আমায়। পরক্ষণে পলক তুলে খুজিঁ তোমায় : হৃদয়ের গভীর হতে উত্তর পাই একটাই- "নেই, নেই, কোথাও নেই"। ঘুণে ধরা ঐ স্মৃতির মাঝে- আজো হাতড়ে ফিরি তোমার স্মৃতি........। কেন চলে গেলে? একা ফেলে আমায় নিঃসঙ্গতার মাঝে- উড়িয়ে দিয়ে নীলিমার মাঝে একরাশ কালো স্বপ্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।