আমাদের কথা খুঁজে নিন

   

সুখবর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করল কলম্বিয়া-ভেনেজুয়েলা

আমি বিদ্রোহী

সুখবর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করল কলম্বিয়া-ভেনেজুয়েলা রিবেল মনোয়ার আলোচনার মাধ্যমে সা¤প্রতিক বিরোধ নিষ্পত্তি করে মঙ্গলবার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ও কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস। আদর্শগতভাবে বিরোধী প্রতিবেশী দুই দেশের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে উত্তেজনা চলছে। ভেনেজুয়েলা আগেই কলম্বিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে যা কলম্বিয়ার দৃষ্টিতে বাণিজ্যিক অবরোধ। এছাড়া শ্যাভেজ কলম্বিয়ার বামপন্থী গেরিলাদের সহায়তা করছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মাসে ভেনেজুয়েলা কলম্বিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। এরপরও উভয় দেশের নেতা সান্তা মার্তায় সমঝোতার মনোভাব নিয়ে বৈঠক করেছেন।

তাদের লক্ষ্য বার্ষিক ৭শ’ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরুজ্জীবিত করা। দীর্ঘ বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট স্যান্তোস বলেন, “আমরা এ অধ্যায়ের সমাপ্তি টেনে সামনের দিকে তাকাতে চাই। ” শ্যাভেজ এসময় স্যান্তোসকে জড়িয়ে ধরার বদলে হাত মেলান। কিন্তু অন্যান্য নেতাদের ক্ষেত্রে তিনি সাধারণত তাদের জড়িয়ে ধরে আন্তরিকতা প্রকাশ করেন। তবে তিনি যুক্তি দেখান, দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.