বিপদে পুলিশের সরণাপন্ন হয়ে অতি দ্রুত সাহায্য পেতে অনেক উন্নত দেশেই রয়েছে জরুরি ফোন সেবা। তেমনই জরুরি অবস্থায় ৯৯৯ নাম্বারটি ডায়াল করলেই দ্রুত আপদকালীন সাহায্য পাওয়া যায় ব্রিটেনে। এজন্য বিশ্বজুড়ে সমাদৃত এই নাম্বারটি।
কিন্তু সন্তানদের বৃষ্টি থেকে বাঁচাতে গাড়িতে 'লিফট' চেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেয়ার অভিনব ঘটনা আগে ঘটেনি। সাসেক্সের পুলিশ অবশ্য এমনিতে কল পেয়েই ছুটে যায়নি।
কিন্তু প্রবল বৃষ্টিতে ভিজে বাবা তার সন্তানদের লিফট দেয়ার জন্য পুলিশকে 'লিফট' না দিলে ক্রাইম কমিশনারকে জানানোর হুমকি দিলে নমনীয় হয় অফিসাররা। তারা গাড়িতে করে বাবা ও তার সন্তানকে তুলে নিয়ে নামিয়ে দেয় কাছের বাসস্টপে।
এ ঘটনায় ব্রিটেনের পুলিশের দক্ষতা ও আপদকালীন প্রতিত্তর আবারো প্রশংসিত হয়েছে।
সাসেক্স পুলিশের মুখপাত্র ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেছেন, ৯৯৯ নাম্বারটি আসলে জরুরি অবস্থায় সাহায্য চাওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। যদিও বৃষ্টিতে গাড়িতে 'লিফট' চাওয়াটা জরুরি অবস্থায় নয় তবুও কিছু শিশুকে সাহায্য করার জন্য স্থানীয় অফিসাররা গোল্ডস্টার পাওয়ার যোগ্যতা রাখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।