কদিন ধরেই ইচ্ছে হচ্ছিল বর্ষার জলে নৌকা ভ্রমন করতে,আমাদের নিজের জেলার একটা অঞ্চলে বর্ষাকালে অনেক পানি হয় যতদুর চোখ যায় পানি আর পানি। বুধবার অফিস শেষে রওনা হলাম বাড়িতে পরদিন সরকারী ছুটি তারপরদিন শুক্রবার সো অফিস থেকে ছুটি নেবার ঝামেলা নাই।
বর্ষায় এই রাস্তা ব্রিজ পার হয়ে কিছু দূর গিয়েই জলমগ্ন হয়ে থাকে।
এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়।
আহ কি সুন্দর খোলা নৌকায়...
অবারিত জল,করে ছল ছল।
গায়ের মধ্য দিয়ে জলপথ।
ওহ কি টাইমিং উপর থেকে যেই লাফ দিল ওমনি আমি ক্লিক পানিতে পা ছোয়ানোর আগেই ক্যাপচারড।
জোড়া মন্দির,যাবার সময় বুঝিনি,ফেরার সময় খেয়াল করলাম যে আরেকটা একদম গাছে ঢাকা পড়ে আছে।
২ঘন্টায় মাত্র ১০০ টাকায় নৌকা ভ্রমন করে ব্যাপক খুশি আমি,হাসি দেখেই বোঝা যাচ্ছে। হে হে।
আপনারা ও চাইলে বেড়িয়ে যেতে পারেন। ঢাকা থেকে আসলে ১৫০০ টাকা বাজেট রাখলেই হবে আর হাতে একটা দিন থাকলেই হবে ব্যস ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।