বিদেশীদের দরকার একটা উছিলা, তারা উছিলা পাইলেই ডলার পাউন্ড নিয়া ঝাপাইয়া পড়ে।
কেউ বলল আমার কাছে মাটির একখান চিরুনী আছে, অমরি সবাই ডলার পাউন্ড নিয়া হাজির। সব শালার অলস মস্তিকের কাজ। আরামে থাকতে থাকতে, অহন স্বাভাবিক কোন চিন্তা আর মাথায় আহে না।
চিলে কান নিছে শুইন্না সবাই চিলের পিছেন আছে, ঐ মাইয়ায় যে বলল সে কুমারী এর কোন প্রমান আছে আর ঐসব দেশে কুমারী থাকাটাও ব্যতিক্রম। কারন তাদের স্বাধীনতা আছে সব উপভোগ করার আর যেই মাইয়ার মাথায় এমন একটা মার্কা মারা আইডিয়া আছে, সেই মাইয়ায় আরো কি করছে কে জানে..?
অনেকে আমার এই লেখা পইড়া, নিজের নীতির থেকে একটু খানি সইড়া, বর্ষন করবেন গালাগালি, না বুইঝা করবেন ফালাফালি।
তাদের বলি ভাই, এই সবে লাভ নাই। যা কিছু অমুল্য জীবনে, তা রক্ষা করা দায়িত্ব সকলের। ঐ মেয়ের কুমারিত্ব বিছারায় গেলেই শেষ হবে না বরং তখন থেকেই শেষ যখন সে নিজেকে নিলামে তুলল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।