আমাদের কথা খুঁজে নিন

   

এমএলএম কোম্পানির প্রতারণা বন্ধে আইন করার সুপারিশ - আরেকটি প্রতারণা??

ব্লগার অনুপস্থিত আছেন !! (এই ব্লগার বিশেষ কোন দল বা মতের অনুসারী নন..তাই ওনার পোস্টের কোন আগা মাথা নাই!! যখন যা ভাল লাগে তাই তিনি পোস্ট করেন। )

এর মানে কি? সূত্র: প্রথম আলো *********** মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোর প্রতারণা বন্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। বৈঠকে উত্থাপিত সুনির্দিষ্ট অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় কমিটির পরবর্তী বৈঠকে প্রতিবেদন জমা দেওয়া হবে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে সংসদীয় কমিটির এ বৈঠক হয়।

সূত্র জানায়, বৈঠকে ডেসটিনি, নিউওয়ে, গ্রেট ইন্টারন্যাশনাল নেটওয়ার্কসহ বেশ কয়েকটি এমএলএম কোম্পানির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়। এ নিয়ে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো আইন বা নীতিমালা না থাকায় সাধারণ মানুষের সঙ্গে এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা দিন দিন বাড়ছে। বৈঠকে উপস্থিত কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে বলেন, বৈঠকে কয়েকটি এমএলএম কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লুৎফুল হাইয়ের সভাপতিত্বে বৈঠকটি হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে লুৎফুল হাই বলেন, এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। এসব কোম্পানি ভবিষ্যতে যাতে অনৈতিক কাজ না করতে পারে, সে জন্য কমিটি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম, শেখ আফিল উদ্দিন, রুমানা মাহমুদ, জয়নাল আবেদীন ও এম আবদুল লতিফ। ******** এখন আইন নাই মানে কি এতদিন যা করল তার কোন বিচার হবে না? প্রতারনার অভিযোগের জন্য প্রচলিত আইন যথেষ্ঠ মনে হচ্ছে না? "আইন বা নীতিমালা না থাকায় সাধারণ মানুষের সঙ্গে এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা দিন দিন বাড়ছে। " তার মানে কি নীতিমালা থাকলে এমএলএম বৈধ? "এসব কোম্পানি ভবিষ্যতে যাতে অনৈতিক কাজ না করতে পারে, সে জন্য কমিটি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে।

" এতদিন যা করল তার কি হবে?? কোটি কোটি টাকা যে লুটে নিল তার কোন বিচারও নাই, ফেরত পাওয়ার কোন সম্ভবনাও নাই? রাজনীতিবিদদের কথার গূঢ় অর্থ বোঝার সামর্থ্য আমার নাই। তবে এই কথাগুলো কেমন সন্দেহ সন্দেহ লাগল। আমরা সবাই জানি বড় বড় নেতারা এমএলএমের সদস্য। এদের বিচার করা সম্ভব না বোধহয় একটা কারনে... সবাই জেনে বুঝেই (অনেকে না বুঝে, লোভে পরে) এই কোম্পানি গুলোকে টাকা দিয়েছে। আবার অন্যকে প্রতারিত করতে সাহায্য করেছে।

সেই অর্থে সবাই দোষী। সরকারের উচিৎ অন্তত কোম্পানি গুলোর এবং এর বড় বড় সদস্যের টাকা সরকারী কোষাগারে নেয়া। কিন্তু এরা (আইন, আদালত, মন্ত্রী, পুলিশ) নিজেরাইত সবাই বড় বড় সদস্য !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।