আমাদের কথা খুঁজে নিন

   

নারীর জন্য এটা কোন আইন? ইসলামী;সামাজীক না রাষ্ট্রীয়?

কোকিল ডাকে উঠানে

নারীর জন্য এটা কোন আইন? ইসলামী;সামাজীক না রাষ্ট্রীয়? ইসলামী হলে সমাজীক হলে :-O আর রাষ্ট্রীয় হলে :-? । যা হোক মূল কথায় আসি। হুশনাবানু বছর দশেক আগে দেড় বছরের পুত্র সন্তান সহ তালাক প্রাপ্ত হয়ে বাপের বাড়িতে আছে। তালাকের পর স্বামী অন্যত্র বিয়ে করেছে। তার দুটি সন্তান হয়েছে।

এদিকে হুশনাবানু তার সন্তানকে বাপের বাড়ি থেকে মানুষের বাসায় কাজ করে ছেলেকে মানুষ করছে। তার আশা ছেলে বড় হয়ে তার দুঃখ মোচন করবে। এই আশায় বুক বেধে জান প্রান দিয়ে খেটে ছেলেকে স্কুলে পড়াচ্ছে। এবার ছেলেটি ষষ্ঠ শ্রেণীতে পড়ে। কিন্তু আশ্চর্য হলো গত কয়েক মাস যাবৎ ছেলের বাবা ছেলেকে তার সন্তান দাবী করে নিয়ে যাবার চেষ্টা করছে।

হুশনাবানুর বাপের বাড়ির এলাকার মাতব্বর গোছের লোকজনকে ধরে সে একটি বিচারের মত আয়োজন করলো। পঞ্চায়েতে সিদ্ধান্ত হলো যে, এই সন্তানের আসল মালিক তার বাবা, তাকে সন্তান দিয়েদিতে হবে। রায় ঘোষনার সাথে সাথে হুশনাবানু চিৎকারে ফেটে পড়ে। কিন্তু কেউ তার চিৎকারের সঠিক মূল্য দিলনা। কেউ কেউ তাকে শান্তনা দেয়ার চেষ্টা করলেও পক্ষে কোন কথা বললনা।

বাবা ছেলেকে ছেলের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক নিয়ে গেল। শুভাকাঙ্খীর পরামর্শে হুশনাবানু মামলা করলো। বিচার কোর্টে উঠলো। দফায় দফায় কার্যদিবস দিয়ে জর্জ সাহেব রায় দিলেন-সন্তান বাবা পাবে। এখানে হুশনাবানুর আরো একটি আর্তনাদ।

অবশেষ ছেলেকে বাবা নিয়ে গেল। আমার কথা হচ্ছ এটা কোন আইন? ইসলামী;সামাজীক না রাষ্ট্রীয়? যদি ইসলামী হয় তাহলে আমি কিছু বলবোনা। তহলে আবার মোহাম্মদের গায়ে আচর লাগব। আইনটি যদি সামাজীক হয় তবে অমন সমাজ;সমাজ ব্যবস্থা ও সমাজ কর্তাদের সারেসাতবার করে গুয়া মারী। আর আইনটি যদি রাষ্ট্রীয় হয় তালে কোট-শ্যুট পরেথাকা শুয়োর গুলোকে টাই ধরে নিচে নামাই।

যারা এই আইন প্রবর্তন করেছে তাদের পুন্দে আইক্কা আলা বড়াবাঁশ ঢুকাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।