আমি বিদ্রোহী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর
রিবেল মনোয়ার
একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ই ছিল আটটি পুকুর। এখন আছে মাত্র তিনটি। গুর“দুয়ারা নানক শাহীর পশ্চিমে ছিল একটি পুকুর। এখন তা নেই। রোকেয়া হলের ভেতর পুকুরটি ভরাট করে হয়েছে মাঠ।
কেন্দ্রীয় খেলার মাঠের পূর্ব-দক্ষিণে ছিল একটি পুকুর। তা ভরাট করে মাঠ তৈরি করা হয়েছে। ঐতিহাসিক আমতলার পূর্ব-দক্ষিণ দিকে ছিল একটি পুকুর। এখন সেখানে হাসপাতাল। কবি জসীমউদ্দীন হলের পেছনে ছিল একটি পুকুর।
তা এখন অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে। চার“কলা ইনস্টিটিউটের ভেতরের গোল পুকুরটি পানিশূন্য হয়ে টিকে আছে আজও। ঢাকেশ্বরী মন্দিরের দক্ষিণে রাস্তার অন্য পাশে একটি পুকুর ছিল। আশির দশকে মেয়র আবুল হাসনাত তা ভরাট করে মাঠ তৈরি করে দেন। এটি এখন আবদুল আলীম ঈদগাহ মাঠ।
লালবাগের জগন্নাথ সাহা রোডের জমিদার রমাকান্ত দাসের পুকুরটি সিটি করপোরেশন ভরাট করে ঈদগাহ মাঠ তৈরি করে। পরে ভূমিদস্যুরা তা দখল করে নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে। জগন্নাথ সাহা রোডে পুষ্প সাহার একটি পুকুর ছিল। ভূমিদস্যুরা অর্ধেক দখল করে ভরাট করেছে। বাকি অংশও দখলের পাঁয়তারা চলছে।
কুর
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।