আমাদের দেশের নোংরা রাজনীতির হাতিয়ার হিসেবে আরো একটা জিনিষ যোগ হয়েছে। তা হল পবিত্র কোরআন শরিফ পুড়ানো!
গত এক বছর ধরে বাংলাদেশে যত খানা কোরআন শরিফের কপি পুড়ানো হয়েছে আমার মনে হয়না একসাথে পৃথীবির অন্য কোন দেশে তা হয়েছে! অন্য কোন অমুসলিম-প্রধান দেশেও কোরআনের এতটা অপমান হয়নি।
পবিত্র কোরআন হল প্রত্যেকটি মুসলমানের অতি সন্মানের, অতি আবেগের একটা জিনিষ। যে কোরআন পড়তে জানেনা তাঁর কাছেও কোরআনের একটা আলাদা সন্মান আছে। কোরআন কে চোখের সামনে রেখে একটা মিথ্যা কথা বলতেও মুসলমানদের কলিজা কেপে উঠে।
প্রতিটা মুসলমানের ঘরে একটা হলেও কোরআন শরিফ থাকে। সে তা পড়তে পারুক আর না পারুক। একজন মুসলিম মনে প্রাণে বিশ্বাস করে কোরআন আল্লাহর বানী। সেই আল্লাহর বানীর যেন কোন অবমাননা কোন মুসলমান মেনে নিতে পারেনা।
সেই দুর্বলতাটাকে এখন কাজে লাগানো হচ্ছে! একটা দল কোরআন পুড়িয়ে সেটা অন্য দলের কাজ বলে প্রচার চালাচ্ছে! সাধারণ জনগনকে ক্ষেপিয়ে তুলার প্রচেষ্টা!
আশার কথা হচ্ছে তাদের সেই মিথ্যাচার জনগন বুঝে যাচ্ছে! যারা কখনোই কোরআন পড়েনা কোরআন পুরানোর দুঃখে তাদের কান্না-কাটিই বলে দেয় আসল ঘটনা কি!
যারা কোরআন পড়েনা।
কোরআন কে ভয় করেনা তাদের কাছে কোরআন শরিফের একটা কপি আর একটা সাধারণ কাগজের বই একই কথা। কাগজের একটা বাঁধাই করা বই এর মধ্যে কোরআন থাকেনা। কোরআন থাকে মনে। বিশ্বাসে।
(শাহজাহান আহমেদ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।