আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে অটো মাউন্ট বিষয়ক একটু প্রবলেম......... সাহায্যের দরকার......

আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..
প্রথমে আমার ডেস্কটপের ছবি টা দেখেন.......... এখানে ডেস্কটপের সাইডে দেখেন ৩টা হার্ডিক্স ড্রাইভের পার্টিশন দেখাচ্ছে ..। সেগুলো আমি NTFS_Configuration_Tool. নামের একটি সফ্টওয়ার ইউজ করে অটোমাউন্ট করেছি.. কিন্তু এখন আমি ওগুলা কোন ভাবেই আর আনমাউন্ট করতে পারছি না.. আনমাউন্ট করতে গেলে এই ছবির মত কথা লেখা ওটছে ...... এখন কি করা যায় উবুন্টু ইউজার ও টেকি ভাইয়েরা কি বলতে পারবেন..... সমস্যার সমাধান করতে পারলে বড়ই উপকৃত হব....। ধন্যবাদ...।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.