আমার কোনো মুভি ভাল লাগলে বাংলায় সার্চ দেই । বেশির ভাগ সময় সামু থেকে রেজাল্ট পাই। এই মুভির ক্ষেত্রে পাই নাই। কারণ টা কী?
মুভি রিভিউ লেখা আমার কর্ম না। আমি বরাবরই পাঠক।
এই মুভিটা এত বেশি ভাল লাগল যে এটা সম্বন্ধে কিছু কথা শেয়ার না করে পারলাম না।
কাহিনী টা এরকম: একটা মানসিক হাসপাতাল । আপাত দৃষ্টিতে মনে হয় বেশ আন্তরিক , নিয়মতান্ত্রিক ব্যবস্থা। আসলে শান্ত নিরিবিলি পরিবেশের আড়ালে বেশ একটা ভয়ানক পরিবেশ। এভাবেই চলছিল।
এর মধ্যে একজন অপরাধীকে পুলিশ কর্তৃপক্ষ হাসপাতালে পাঠালো চিকিৎসা করার জন্য। তবে তার মধ্যে অস্বাভাবিকতা তুলনামূলক কম। বলা হয়ে থাকে সশ্রম সাজা এড়ানোর জন্য মানসিক রোগীর ভান করে সে হাসপাতালে চলে আসে। সে এসে একটা আলোড়ন তৈরী করে অন্যান্য রোগীদের মধ্যে। বিভিন্ন কর্মকান্ডের মধ্যে দিয়ে তাদের স্বাভাবিক জীবনের পথে নিয়ে আসার চেষ্টা করে।
শেষে হাসপাতালের নিয়ম ভাঙার জন্য তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। তার শাস্তির মধ্যে দিয়েই একজন বিশালদেহী রোগী জাল ছিড়ে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।
এই মুভিটাকে নিয়ে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল 'অবিশ্বাস্য একটা মুভি' । প্রায় পুরো মুভিটা হাসপাতালের ভেতর ধারণ করা। কিন্তু এই মুভিটার প্রাণ হল এর অভিনয়।
মানসিক রোগীর চরিত্রে যারা অভিনয় করেছেন তারা এক কথায় অবিশ্বাস্য। প্রতিটি চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত অবিশ্বাস্য দক্ষতায় তাদের স্টাইল ধরে রেখেছেন। প্রায় প্রতিটি ফ্রেমে আট থেকে দশ জনের উপস্থিতি। প্রতিটি রোগীর অস্বাভাবিকতা ভিন্ন ভিন্ন। তা সত্বেও কোথাও কোনো সমন্বয়ের অভাব হয়নি।
এরা যে সত্যিই মানসিক রোগী না তা ভাবাই কষ্টকর!!
সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার ছাড়াও চলচিচত্রের প্রায় সব পুরস্কারই পেয়েছে এই ছবিটি।
যারা ছবিতে বিনোদনের বাইরেও কিছু পেতে চান তাদের জন্য মাস্ট সী একটি মুভি!
এই লেখাটা লিখতে বসেছিলাম গত কাল সন্ধ্যায়। পাঁচ বার কারেন্ট আসার পরও শেষ হলনা। তার পর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আবার বসলাম।
কী ভেবে লিখতে বসেছিলাম আর কী লিখে শেষ করলাম নিজেই জানিনা। !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।