আলম সিদ্দিকী
শালুক মানচিত্র প্ররোচিত হয় পুরোকৌশলে
দিব্যজ্ঞান ফিরে পেলে কালনগরের গতিপথ রাজা সেজে
উচিয়ে ধরে নিষ্ঠুর দন্ডাদেশ :
ভূ-পতি শতকিয়া হাকে মাথায় তার রাজমুকুট হাতে সোনার কিরিট।
‘ও মাঝি নায়ে করে কে যায়?’ সিপাহির এহেন প্রশ্নবানে
মানচিত্রের ছেড়া মান সবিস্তারে হারায় ভিটা খুলে
অতল দহলিজে বৃদ্ধ বিধাতা অপরাগ তার খোঁজ দিতে
মনে হয় বদর মাঝির শয়ন ঘরের খুটি ছিল বাঁশচটা
ছাওনি বিচলি নাড়া
তবু রাজার রাজা প্রতি শয়নে সভ্যতা আড়াল ঘেরা ।
এখন রিজিক রিক্সার লাগাম টানে ওয়ান ওয়ে রোড
শুধু চলে যাওয়া রীত : কিঞ্চিত ফেরার নাম শত মামলা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।