যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
শূন্য (০) অলীক, অসার, নিরস্তিত্ব, সম্ভাবনাহীন; শূন্য (০) অসীম, অনন্ত, সম্ভাবনাময়, মহাজাগতিক শক্তির আধার- কত কিই না আমরা বলে থাকি। যাবতীয় সম্ভাবনার কথা শোনাতে গিয়ে আমরা বলে থাকি শূন্য (০) থেকেই শুরু করতে হয়। অর্থাৎ শূন্যের অন্ধকার ডিম্ব ভেঙ্গেই বেরিয়ে আসে এক (১); অস্তিত্বময় সত্তা।
শূন্য (০) অসীম, এক (১) সসীম।
শূন্য (০) ও এক (১)- এর মেলবন্ধন 'ওয়ান জিরো ওয়ান সাইবর্গ টিম'। মানুষ আবেগ সর্বস্ব নয়, বুদ্ধি বর্জিতও নয়। আবেগ-বুদ্ধির যুগপৎ সহাবস্থান নির্দিষ্ট করে একজন 'কর্মী মানুষ' যাকে বইয়ের ভাষায় আমরা বলতে পারি 'সেলফ রেগুলেটেড' বা 'অটোমেটেড ম্যান; বা সাইবর্গ ম্যান। হিউম্যান নার্ভাস সিস্টেমের সাথে কম্পিউটিং মেশিন বা অর্গ্যানিজম এর সম্পর্ক বা ঐক্য গড়ে তোলার মাধ্যমে তৈরি হয় একজন সাইবর্গ ম্যান।
'বাংলাদেশ' বাঙালি জাতির স্বপ্নের ফসল। কিন্তু এই 'সোনার বাংলার' অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ এখনো অধরা স্বপ্ন। 'ওয়ান জিরো ওয়ান সাইবর্গ টিম' বইটিতে বাঙালির সেই স্বপ্ন পুনরুক্ত হয়েছে, পুনর্বার। বইটিতে লেখক বাঙালি জাতির কয়েক'শ বছরের ইতিহাস পরিক্রমার চুম্বক অংশ বিবৃত করে স্বপ্ন-ব্যর্থতার কারণ নির্দেশের চেষ্টা করেছেন। বিশেষত, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষিত তুলে ধরেছেন সার্থকভাবে; অত্যন্ত নিরাসক্ত, নির্মোহ, নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে; যাতে লেখকের মুন্সিয়ানার ছাপ সুস্পষ্ট।
বইটিতে লেখক দেখানোর চেষ্টা করেছেন বর্তমান বাংলাদেশের অনগ্রসরতার কারণ 'লক্ষ্যহীন পথ চলা'। সেজন্য তিনি একটি স্থিরকল্প দৃষ্টি/সময় নির্দেশ করেছেন 'ভিশন-২০৩৪' নামে। যেটিকে তিনি 'ড্রিম' না বলে বলেছেন 'ভিশনাল অ্যাকশন'।
১৪ কোটি ৬০ লাখ মানুষের এই দেশে আজ অসংখ্য মানুষ নিরন্ন দিনাতিপাত করে। অথচ এই 'জনশক্তি'কে কাজে লাগিয়ে সর্বক্ষেত্রে স্বয়ম্ভূ হতে পারত এই দেশ।
তথ্যের অপ্রতুলতা বা বিমুখতাই আমাদের এই পিছিয়ে পড়ার কারণ। কিংবা বলা যায় তথ্য বিভ্রাটের বলি বাংলাদেশের প্রাণ 'বাংলার কৃষি'। যে দেশের বেশিরভাগ মানুষ প্রত্যক্ষভাবে কৃষি নির্ভর, যে দেশের বার্ষিক প্রবৃদ্ধির বড় অংশ অর্জিত হয় কৃষি থেকে সে দেশে কৃষিকে অবহেলার অর্থ কৃষিনির্ভর মানুষের দুর্দশা এবং জনগোষ্ঠীর বড় অংশের দুর্দশা। লেখক দেখিয়েছেন ২০৩৪ সাল নাগাদ দেশের সম্ভাব্য জনসংখ্যা হবে ১৯ কোটি ৬০ লাখ। এখনই মাথাপিছু ১ টাকা হিসাব করে মাত্র ১৯ কোটি ৬০ লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে ২৫ বছর পর অর্থাৎ ২০৩৪ সাল নাগাদ সমৃদ্ধ ও সয়ম্ভূ বাংলাদেশের লক্ষ্যে কিছুটা হলেও পৌঁছানো সম্ভব।
প্রাঞ্জল ও সুখপাঠ্য গদ্যে লিখিত এই বইটি লেখকের অগ্রবর্তী ও সমৃদ্ধ চিন্তার ফসল, সুরুচির স্বাক্ষ্যবাহী, দেশাত্মবোধের পরিচয়বাহী। লেখকের দুরদৃষ্টি প্রসারিত চিন্তা ভবিষ্যতে আমাদের আরও তথ্যবহুল এবং চমকপ্রদ গ্রন্থ উপহার দেবে- আশা করছি। বইটির পাঠকপ্রিয়তা এবং লেখকের কর্মযজ্ঞের সাফল্য কামনা করছি।
---------ফারুক আহাম্মদ
আমার কথা - 'ওয়ান জিরো ওয়ান সাইবর্গ টিম' বইটি সম্পর্কে জনাব ফারুক আহাম্মদের এই মূল্যায়ন আমাকে অনুপ্রাণিত করেছে আপামর পাঠকের কাছে নিয়ে যাওয়ার। আপনাদের যে কোন মতামত, সমালোচনা, মূল্যায়ন আমাকে এই ভিশনাল অ্যাকশনটি শুরুর অনুপ্রেরণা যোগাবে - এই প্রত্যাশায় এখানে বইটির লিংক দিলাম।
আপনাদের যে কোন পরামর্শ জানিয়ে ই-মেইল করুন-
অনলাইনে বইটি পাঠের জন্য এই লিংকটি ব্যবহার করুন-
[link|http://http://www.101cyborgteam.com/php|
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।