.
.
.
.
.
০১. জনপ্রিয় হওযার সুবাদে প্রচুর ব্লগার প্রথম পাতায় লেখা দেয়। মানস্মত লেখাগুলো দ্রুত প্রথম পাতা থেকে সরে যায়। অনেক পাঠকই তা পড়তে পারে না। খুজে খুজে বের করে পড়ার ধৈর্য থাকে না। সুতরারং প্রথম পাতায় “গতকালের সেরা লেখা’’ নামে একটি অপশন যুক্ত করা হোক।
এ অপশন থেকে আমরা সহজেই সেরা লেখাগুলো পাঠ করতে পারবো। সেরা নির্বাচনের দায়িত্ব মডুদেরকেই দেয়া হলো। এতে ভাল লেখকেরা উতসাহিত হবে। (অথবা ৪০/৫০ এর উপরে প্রাপ্ত মন্তব্য সম্বলিত পোষ্টগুলোকে এ মর্যাদা দেয়া যেতে পারে, যদিও অনেক সময় সে গুলো ভালো পোষ্ট নয়। )
০২. ‘সাহায্য চাই'’।
সাময়িক পোস্ট গুলোকে একটি অপশনে যুক্ত করার জন্য। যারা এ ধরনে পোষ্ট দিবে তারা ঐ লিংকে গিয়ে লেখাটি জমা দিবে। যারা সাহয্য করতে আগ্রহী তারা ওখানে গিয়ে মন্তব্য করে আসবে। ফলে প্রথম পাতার সৌন্দর্য/মান-মর্যাদা রাক্ষা পাবে।
০৩. মা বোন ... দি, ..ন খাড়ায় যাবতীয় গালি গালাজ থেকে সবাইকে নিরুৎসাহী করা।
যে ব্লগার মা-বোন নিয়ে গালি দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। কারন আমার ছোট ভাই, ছোট বোন যাদের বয়স মাত্র ১২-১৪ বছর তারাও ব্লগ পড়তেছে। তাদেরকে আমরা কি শিখাচ্ছি? কুত্তার বাচ্চা.. শুয়োরের বাচ্চা এগুলো কিছুটা সহনীয় কিন্তু, তোর বোনরে ...দি, তোর মায়রে...দি, .... এগুলো মানা যায় না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সবশ্রেনীর পাঠক ধরে রাখা যাবে।
০৪. যারা এখনো মনে করে দেশে গৃহযুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ না, যারা মনে করে মুক্তি যোদ্ধারা স্বার্থ আর নারীর লোভে যুদ্ধ করছে তাদের নিকগুলোর ব্যান্ড করা হোক।
তাদের এইসব ঔদত্বপূর্ণ বক্তব্যের কারনে অনেকেই নিজেকে কন্ট্রোল করতে পারেন না। ফলে গালিগালাজ আরম্ভ হয়। সুতরাং শুধু জামায়াত পন্থি নয়, যারা দেশের স্বাধীনতার বিপক্ষে কথা বলবে তাদের ব্যন্ড করা হোক। নতুন প্রজন্ম স্বাধীনতাকে গৌরবের মনে করে। এটা তাদের অহংকার।
বাহিরে আমরা অনেক নাকানি চুবানি খাই, কিন্তু স্বাধীনতার গল্পে আমাদের বুকে ছাতা ফুলে উঠে। নিজেকে একজন বীরের জাতি পরিচয় দিতে পারি। সেই স্বাধীনতাকে যে কুলাং্গাররা অস্বিকার করে তাদের প্রশ্রয় দিলে তরুন প্রজন্ম এ ব্লগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।
বাংলা ব্লগিং এর শুভযাত্রায় সামহোয়ারইন সর্বোচ্চ শিখরে থাকুক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।